খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিরাটের প্রিয় প্রতিপক্ষ হল দিল্লি এবং তার এই দলের বিরুদ্ধে ৮টি শত রান আছে। শনিবার তিনি আগের ম্যাচে করেন ৭২ নট আউট। সোমবারও ভালো কিছু করে দেখাবেন এই আশায় আছেন দর্শকেরা। এর আগে ২ দল ২৩বার মুখোমুখি হলেও, দিল্লি জিতেছে মাত্র আট বার। তবে দিল্লির চিন্তা পৃথ্বী ও অমিত মিশ্রের চোট। যদি ২জন খেলতে না পারেন তবে দলে আসবেন রাহানে ও অক্ষর পাটেল।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...