খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রবিবার জলপাইগুড়ি জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর রেশনের মাল আটক করলো। চারটি গাড়ি ভর্তি মাল ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রায় ৭৫ কুইন্টল মাল আটক করা হয় ময়নাগুড়ির দোমোহনী মোড়ে। এই সব মাল শিলিগুড়িতে পাচার হচ্ছিলো বলে পুলিশের অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কাদের জিনিস ও কারা যুক্ত তা খোঁজ করছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...