খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গয়েরকাটা থেকে বানারহাট গামী রাজ্য সড়কের ধারে ২০০৯ সালে শিমুল,সেগুন আরও অনেক গাছের চারা লাগানো হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে অবাধে এগুলি কেটে নিচ্ছে কাঠ চোরেরা।স্থানীয় এলাকাবাসী ও পরিবেশপ্রেমীরা এতে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকেই দায়ী করেছেন। ফরেস্টের রেঞ্জ অফিসারের কথায় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত বানারহাট থানায় কাঠ চুরির অভিযোগ দাখিল করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...