খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সমালোচনার ঝড় ওঠায় অবশেষে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনলো কে কে আর। রাহুল ত্রিপাঠীকে ওপেনিংয়ে আনতেই রানে গতি এলো। রাহুল করলেন ৫১ বলে ৮১ রান আটটি চার ও তিনটি ছয় সহ। রাসেল সহ সবাই মোটামুটি ব্যর্থ। কে কে আর করে ২০ ওভারে ১৬৭ রান। এরপর চেন্নাই শুরু থেকে ভালোই করছিল। কিন্তু রায়াডু ও ওয়াটসন আউট হওয়ার পর রান ওঠার গতি কমে যায় এবং তাদের ওপর চাপ বাড়ে। শেষে ১৫৭/৫ , ২০ ওভারে করার পর কে কে আর ১০ রানের ম্যাচ জিতে যায়। ম্যাচে সেরা রাহুল ত্রিপাঠি।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...