সাবর্ণ রায়চৌধুরী ৪০০ বছরের উপরের পুজো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৬১০ সালে  তৎকালীন  জমিদার সাবর্ণ রায়চৌধুরীর মালিকানায়  ছিল তিনটি গ্রাম সুতানুটি ,গোবিন্দপুর  এবং কালিকত্বের  পরবর্তীকালে  যা কলকাতা নাম পরিচিত হয় ।বর্তমানে  বেহালার বরিশা তে রায়চৌধুরী বাড়ির বড় তরফ এবং ছোট তরফ  দুইপক্ষে দুর্গাপূজা  হয় ।বর্তমানে  বড়  তরফে  আটচালা বাড়ির লাল  উঠানে  আপনাকে স্বাগত জানাচ্ছেন দূর্গা পূজা উৎসবে সামিল হওয়ার জন্য ,ঠিকানা হলো ২৬ সাবর্ণ রায় চৌধুরী রোড  বেহালা বড়িশা ।