খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় ইতিহাসের অন্যতম পবিত্র ও ধর্মপ্রাণ মহিলা রানী রাসমণি যখন ছোট ছিলেন তখন থেকেই তার শশুর কূলে এই পুজো শুরু হয়েছিল ।তার শশুর বাবু প্রীতিরাম মার (দাশ ) এই পুজো শুরু করেছিলেন ১৮৪৪ সালে । সেইখানে স্বামী বিবেকানন্দেরগুরু শ্রী শ্রী রাম কৃষ পরমহংস দেব দূর্গা পূজা করতেন এই পূজার উত্তরাধিকার রানীর কন্যারা অব্যাহত রেখেছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন ।ঠিকানা ১৩ রানী রাসমণি রোড জানবাজার ধর্মতলার কাছে ।