খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরু করেন বেয়ারস্টোর সঙ্গে খুনে মেজাজে।দুজন্য ১৫ ওভারে করেন ১৬০রান। তারপর দুজনেই পর পর আউট হয়ে যান। পরের ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় হায়দরাবাদ ২০ ওভারে করে ২০১ রান। পরে ব্যাট করতে নেমে পূরণের ৭৭ রান ছাড়া পাঞ্জাবের আর কেউ ভাল রান করতে পারেনি। ১৬.৫ ওভারে পাঞ্জাবের সকলে আউট হয়ে যান ১৩২ রানে । হায়দরাবাদ জেতে ৬৯ রানে এবং বেয়ারস্টো ম্যাচের সেরা হন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...