খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দিল্লী ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আর রাজস্থান ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে। গতবার অশ্বিন বাটলারকে মাঁকড়ীয় আউট করায় বিতর্কের শুরু হয়।কিন্তু সেই বিতর্ক শেষ না হয়ে বেড়েই চলেছে। এর মধ্যে বাটলার আগের দল রাজস্থানে থাকলেও অশ্বিন দল পাল্টে এবার দিল্লিতে এসেছেন। তবে অশ্বিন বলেন বাটলারকে এই পদ্ধতিতে আউটের ব্যাপারে ছাড় দেবেন না এবং ভবিষ্যতে এই পদ্ধতিতে কোন ব্যাটসম্যানকে আউট করতে দ্বিধা করবেন না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...