খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোর বয়েস ১৫০ বছর । এইখানে মা দুই হাতে পূজিত হন এবং তার চার সন্তানের সাথে তিনি অভয় মুদ্রায় বরদান করেন সকল কে ,এই পূজাতে মহিষাশুর /ষাঁড় রাক্ষস অনুপস্থিত ।যদিও অসুর বোধের গল্পটি চিত্রের পিছনের চালায় শিল্পিত আছে ।মা দূর্গা কে ডাকের সাজে পোড়ানো হয় ,এই পুজোর পুরোহিত হলেন নারায়ণ চন্দ্র দত্ত এবং তার পরিবার বংশানুক্রমে । এই খানেও পুজোর সময় যে যেখানে থাকুক এসে মিলিত হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...