খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোটির ইতিহাপ্রায় পাওয়া যায় প্রায় ৩০০ বছর আগে ।বিভিন্ন দলিল ঘেঁটে সরকার পরিবারের প্রথম প্রজন্ম ১০০০ বঙ্গাব্দের প্রথম দিকে বরভূম জেলার সুরুলে এসেছিলেন বর্ধমানের নীলপুরের একটি গ্রাম থেকে । সরকার বাড়িতে পুজো বড় তরফ এবং ছোট তরফ দুই তরফেই হয় ,কিন্তু বর্তমানে বড় তরফের অন্তর্গত প্রায় ১০০ পরিবার রয়েছে এবং মূল দূর্গামন্দির টি তাদের হাতে ।পূজার সময় সুরুলের জমিদার বাড়িতে তাদের আত্বিয় সকলেই আসেন খুব ধুম ধামের সাথে পালন করা হয় পুজো ,আসে পাশের গ্রামবাসীরা এই পুজোতে অংশগ্রহণ করেন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...