কাটিহার ডিভিশনে ইলেকট্রিক ট্রেন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কাটিহার  ডিভিশনের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হল।ফলে  জলপাইগুড়ির রাণীনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চলবে। এতদিন চলত  নিউজলপাইগুড়ি  পর্যন্ত। রবিবার এই কাজ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে  সেফটি।   কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। .ফলে আর কোন সমস্যা হবে না বলে আশা করা যায়। তিনি ও তার আধিকারিকেরা নিউ জলপাইগুড়ি থেকে রাণীনগর পর্যন্ত ২৮ কিঃ মিঃ  রাস্তা পরীক্ষা করেন  ও ইলেকট্রিক লোকো চালিয়েও দেখা হয় সঙ্গে সঙ্গে তারা সমস্ত কিছু নোট করেন।