খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কাঁচা চা পাতার দাম ক্রমাগত পড়ে যাচ্ছে যে পাতা ১ সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩৫ টাকা কে জি তা এখন ২৫ টাকায় দাঁড়িয়েছে। দাম কমায় চা চাষিরা চিন্তিত এক শ্রেণীর বহুজাতিক কোম্পানি জলের দরে চা পাতা কেনার জন্য এরকম করছে। দাম আরো কমার জন্য নিলামে চা কেনা বন্ধ করে দিয়েছে। এটা কৃত্রিম সংকট এবং টি বোর্ডের হস্তক্ষেপ প্রয়োজন। যা অবস্থা তাতে উৎপাদন খরচ উঠে আসবে কিনা সন্দেহ দেখা দিয়েছে।