নীল সাদা দোতালা বাস

কলকাতা শহরে পর্যটনের জন্য পথে নামানো হল ২ টি নীল সাদা দোতালা বাস।বাস ২টিতে ভিক্টোরিয়া ,জাতীয় গ্রন্থাগার ,চিড়িয়াখানা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো হবে। মঙ্গলবার পর্যটন দপ্তরের উদ্যোগে নবান্নে এক অনুষ্ঠানে বাস দুটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সপ্তমী থেকে বাস দুটি কলকাতার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। দুটি বাস ছাড়ার সময় সকাল ১০টা  ও ১১ টা  এবং ফিরবে বেলা ১.৩০মিঃ ও ২.৩০মিঃ এবং অন লাইনে  টিকিট  পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী করোনা বিধি মেনে সবাইকে রাজ্যের মধ্যে ঘুরতে বলেছেন।