আজ আর সি বি র সামনে পাঞ্জাব

আজ পাঞ্জাবের হয়ে মাঠে  নামতে পারেন গেইল। তিনি জানিয়েছেন মাঠে নামতে প্রস্তুত।সাতটা  ম্যাচ খেলে  পাঞ্জাব ৬ টা তেই  হেরেছে এবং ২ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে। শেষ চারে যেতে গেলে পাঞ্জাবকে আর হারা চলবে না গেইলের বিশ্বাস তার দল  ঘুরে  দাঁড়াবে এবং বাকি ম্যাচগুলোতে  ভাল  ফল করবে। আর সি বি  ও খুব ভালো ছন্দে আছে।  বিরাট ও ডিভিলিয়ার্স ফর্মে ফিরেছেন। দর্শকেরা অবশ্য গেইল  ঝড় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।