খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর ২৪ পরগনার হালিশহরে গঙ্গা তীরবর্তী স্থানে সাধক রামপ্রসাদ সেন কালীমূর্তি গড়িয়া সাধক আগমবীশের পদ্ধতি অনুসরণ করিয়া কালীপুজো করতেন । ঊনবিংশ শতাব্দী তে কৃষ্ণচন্দ্রের পৌত্র রাজা ঈশান চন্দ্র ও বাংলার ধনী জমিদার দেড় পৃষ্ঠপোষকতায় কালীপুজো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ।বর্তমানে বাংলায় কালীপুজো দুর্গাপূজার মতোই এক বিরাট অনুষ্ঠানে পরিণত হয়েছে ।