মুম্বাই সিটি এফসির স্পনসর হিসাবে যোগ দিলো দফা নিউস

খবর     ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :২০২০-২১ মরশুমে আইএসএল  খেলার জন্য মুম্বাই সিটি এফসির  অংশীদার হিসাবে স্পোর্টস নিউজ পোর্টাল দফা নিউস জের  নাম ঘোষণা হলো ।অংশীদার হিসাবে  ২০২০-২১ মরশুমে মুম্বাই সিটি  এফসির জার্সির সামনে দফার লোগো প্রকাশিত হবে ।মুম্বাই সিটি এফসির সহ  মালিক বিমল পারেখ বলেন যে আমরা আনন্দিত যে ক্লাবের অংশীদার হিসাবে দফা  নিউস  মুম্বাই  সিটি এফসি কে সমর্থন করেছেন । দফা  নিউসের তরফে তাদের পরিচালক নিকোষ  বলেন  মুম্বাই সিটির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত ।