খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বেঙ্গালুরু এফসি এই বছর ২০-২১ মরশুমে তাদের আওয়ে জার্সির রং হিসাবে কর্ণাটক রাজ্যের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের আস্তিনে লাল হলুদ রঙের ছোয়া রেখেছে এবং গোটা জার্সির রংটি সাদা এবং বুকে স্পন্সরের নাম । ১৪৯৯ টাকা মূল্যে পুমার লোগো দেওয়া ক্লাবের অনলাইন শপে পাওয়া যাবে ভক্তদের তাদের অর্ডারটি পাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...