জয়সালমীরে সেনাদের সাথে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজকে জয়সালমীরে  সেনা জওয়ানদের  মধ্যে দীপাবলি উৎসব পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।গত ৭ বছর ধরে তিনি টানা এই কাজ করে চলেছেন ।প্রধানমন্ত্রী দেশবাসীর কাজে আর্জি জানিয়েছে যে দেশের সুরক্ষার জন্য ব্যস্ত সেনা জওয়ানদের জন্য  দেশ  বাসীরা  যেন  প্রত্যেকে  তাদের বাড়ি তে একটি করে প্রদীপ জালান ।আজ সকালে তিনি টুইট করে দীপাবলিতে দেশবাসী কে শুভেচ্ছা  জানিয়েছেন ।