খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হাই কোর্ট নির্দেশ জারি করেছিল covid পরিস্থিতিতে বাজি পোড়ানো নিষিদ্ধ ,সন্ধ্যা তে কিছু এলাকাতে বাজির উপদ্রব কম ছিল বটে তবে রাত হতেই বেপরোয়া বাজি ফেটেছে । কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৯০ জন কে গ্রেপ্তার করা হয়েছে এবং ১০৫৪ কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে ।নাগরিকদের বক্তব্য কিছু জায়গায় বাজি ফাটেনি যেমন তেমনি জোরদার বাজি ফেটেছে সিঁথি ,দম দম ক্যাটনমেন্ট ,জোড়াবাগান ,নিউ গড়িয়া এবং বেহালা তে ।