খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলাকে ভাবনার বীজ কাথির এই মন্দির থেকেই শুরু হয়েছিল । কিন্তু ২০১১ সল্ থেকে এই মন্দির পরে আছে মূর্তিহীন অবস্থায় ।সর্বত্র যেইখানে কালির আরাধনা চলছে তখন শনিবার মূর্তিহীন অবস্থা তেই পুজো হলো কাঁথি দেশপ্রাণ ব্লকের কপালকুণ্ডলা মন্দিরে ।২০১১ সালে প্রত্নতত্ব বিভাগ কপালকুণ্ডলা মন্দিরের সংস্কারের দায়িত্ব নেয়ার পরে মন্দিরে ভিতরে থাকা কালীমূর্তিতে সরিয়ে নিয়েছিল ,সেটি এখনো ফেরত আসেনি ।