খবর ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা শহর ও শহরতলিতে রাত বাড়তেই শুরু হয়েছিল বাজির দাপট ।বেহালার কয়েকটি পাড়াতে দেদার বাজি ফাটানোর শব্দ পাওয়া গিয়েছে ।নাগরিকদের অভিযোগ উত্তর ও দক্ষিণ কলকাতার কিছু এলাকাতে বেপরোয়া বাজি ফেটেছে ।কিন্তু হাওড়ার বিস্তীর্ণ এলাকাতে বেপরোয়া শব্দ ও আতশ বাজি ফাটানোর অভিযোগ উঠে এসেছে ,বেশি অভিযোগ এসেছে চ্যাটার্জি হাট ,মধ্য হাওড়া ,রামরাজাতলা ,লিলুয়াহ ,বেলুড় ও কদমতলা থেকে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...