আক্রমনাত্বক ফুটবল খেলাতে চান ফাউলার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার  আক্রমণে বিশ্বাসী। তাঁর চিন্তাধারা শুরু থেকেই আক্রমণে যাওয়া যাতে বিপক্ষের টিম  চাপে  থাকে এবং আক্রমণে  না উঠতে পারে। অনুশীলনেও তিনি এ ব্যাপারে জোর দিচ্ছেন। তার প্রভাব কেরালার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই বুঝতে  পারা  গেছে। ৩-১ গোলে জিতেছিল  এসসি ইস্টবেঙ্গল। পিলকিংটন ২টি  গোল করেন।  বাকি গোলটি করেন গোপী সিংহ।