দুটি হস্তিশাবকের মৃত্যু

একরাতেই মারা গেলো দলছুট হওয়া দুটি হস্তিশাবক রবিবার রাতে গরুমারা জাতীয় উদ্যানের পিলখানায় শাবকদুটির মৃত্যু হয়। বনদপ্তর বাচ্চা দুটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল এবং একারণে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড ও গঠন করা হয়। জানা যায় শাবকদুটি  প্রথম থেকেই দুর্বল ছিল এবং শারীরিক কিছু সমস্যা ও ছিল। দুটির বয়স মাত্র ১ থেকে ২ মাসের মধ্যে। অন্য দলছুট হওয়া শাবকদের প্রতি বনকর্মীরা সবসময় নজর রাখছেন।