নেশন্স কাপে ইংল্যান্ডের বিদায়

গতবারে নেশন্স  কাপে ইংল্যান্ড তৃতীয় স্থান পেয়েছিল।কিন্তু এবারে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে গিয়ে  ইংল্যান্ড  বিদায় নিল।  বেলজিয়ামের হয়ে গোল করেন টোয়েলম্যান্স  এবং মার্টেন্স। এই ম্যাচ  জিতে বেলজিয়াম গ্রূপের শীর্ষে চলে গেলো ৫ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে। ইংল্যান্ড ৫ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে আছে তিন নম্বরে। ডেনমার্ক  আইসল্যান্ডকে ২-০ গোলে হারালে  ইংল্যান্ড ছিট্কে  যায়।