রাস্তায় নামছেন ইন্সপেক্টর

বেআইনিভাবে অন্য রাজ্যে চাল,গম, ধান পাচার হচ্ছে। রাজ্য খাদ্য দপ্তর এর মধ্যে সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের  চিঠি  দিয়ে নজরদারি বাড়াতে বলেছেন। সারা রাজ্যে  প্রায় ৩০০ জন ইন্সপেক্টর এই কাজে নামবেন। সমস্ত উত্তরবঙ্গে প্রায় ৮০ জন ইন্সপেক্টর এই কাজে এই সপ্তাহে   নেমে পড়বেন। এরা  নজরদারির কাজে কোনো সরকারি গাড়ি ব্যবহার করবেন না। রাজ্যের গোডাউনগুলিতে  কোন মাল কত পরিমান আছে তাও তাঁরা দেখবেন।