করোনার জন্য সমুদ্র সৈকত, নদীর তীর অথবা পুকুরের ধারে ছট পূজার অনুমতি দেওয়া হবে না। একথা জানিয়েছে মুম্বই পুরসভা। মুম্বইয়ে বসবাসকারী বিহারের কিছু লোকজন রাজ্য সরকারের কাছে ছট পূজার জন্য নিয়ম শিথিলের আবেদন করেছিলেন। কিন্তু করোনার জন্য নিয়মের কড়াকড়ি বজায় রাখতে চায় সরকার। এর আগে দিল্লিতেও যমুনার তীরে , মন্দির ও প্রকাশ্য স্থানে ছট পূজা নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...