সেটপিসে নজর হাবাসের

শুক্রবার আই এস এলের  প্রথম ম্যাচ খেলতে নামছে এটিকে  মোহনবাগান।  প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তাদের  কোচ গতবারের আই  লীগ  জয়ী মোহনবাগানের কিবু  ভিকুনা। তবে হাবাস চিন্তিত খেলোয়াড়দের চোট  আঘাত নিয়ে। চোটমুক্ত রাখার জন্য এবারে কোন প্রাকটিস ম্যাচ খেলেননি কোচ হাবাস। তবে গত কয়েকদিন ধরে সমানে ফ্রি কিক ,কর্নার  থেকে গোল করা  ও রক্ষণ সামলানোর  জোর  অনুশীলন  করিয়েছেন।