খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুম্বাই সিটি এফসি ম্যানচেস্টার সিটির সাথে এই মরশুমে গাঁটছড়া বেঁধে নতুন দল তৈরি করেছে ।তাদের কোচ করাচ্ছেন গতবার গোয়া কে সুপারকাপ চ্যাম্পিয়ন করা কোচ সের্গিও লোবেরো ।আক্রমণ ভাগে তাদের নেতৃত্ব দেবেন ওগবেচে ।আরেক জন স্ট্রাইকার হলেন গ্লেন ভিল আদম জেমস যিনি লোনে সিডনি এফসি থেকে যোগ দিয়েছে এই দলে ।এই ছাড়াও রয়েছে এক
ঝাঁক তারকা ।