আইএসএলে এটিকে মোহনবাগানের জয়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এই এস এলের প্রথম ম্যাচে এটিকে  মোহনবাগান হারাল কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে। ম্যাচের শুরুতে সুসেইরাজ চোট পেয়ে মাঠ  ছাড়েন। হাবাস তাঁর বিখ্যাত কাউন্টার  এটাকের  ওপর নির্ভর করেছেন। আর ভিকুনা গতি বাড়িয়ে সে রাস্তা বন্ধ করে দেন। তবে প্রথমার্ধে রয় কৃষ্ণা দুবার গোলের সুযোগ হারান। দ্বিতীয়ার্ধে মনবীর সিং কে  নামাতেই বদলে যায় খেলা এবং ৬৭ মিনিটে কৃষ্ণা বাঁ  পায়ের জোরালো শটে  গোল করেন। সারা ম্যাচে ভালো খেলেও হেরে গিয়ে পরের ম্যাচগুলিতে  ভিকুনার নতুন করে চিন্তা করতে হবে ।