করোনার জন্য এবারে আই এস এলে খেলা চলার সময় ও পরে ম্যাচের সঙ্গে যুক্ত কেউ রেফারি ও সহকারী রেফারীদের কাছে যেতে পারবেন না ম্যাচের আগে মাঠে আসার সময় যে গাড়িতে আসবেন তাতে অর্ধেক সংখ্যার যাত্রী থাকতে হবে। মাঠে আসার পর সকলের তাপমাত্রা মাপা হবে। খেলার সময় ছাড়া সকলকে মাস্ক পরতে হবে। গোল করার পর একে অপরকে জড়িয়ে ধরা ,হাতে হাত মিলিয়ে ঝাঁকানো, মাঠে থুথু ফেলা ,নাক ঝাড়া ,ঘামে ভেজা জার্সি বিনিময় সব বন্ধ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...