খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার মধ্যেও বিহারে সুষ্ঠূভাবে নির্বাচন পর্ব শেষ করে নির্বাচন কমিশন কৃতিত্বের নজির গড়েছে। শাসক ও বিরোধী দু পক্ষই কমিশনকে সাধুবাদ জানিয়েছে। এ বছরে আর কোন নির্বাচন নেই।তবে ২০২১ সালে পশ্চিমবঙ্গ ,অসম, তামিলনাড়ু ,কেরালা,পন্ডিচেরী প্রভৃতি রাজ্যে বিধানসভা ভোট হবে। মুখ্য নির্বাচন কমিশনার জানান করোনার জন্য কোন নির্বাচন স্থগিত হবে না। নির্দ্দিষ্ট সময়ে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।