পুরানো সিলেবাস আগে শেষ করতে হবে

খবরঘন্টায়ঘন্টায়ওয়েবডেস্ক:গত শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীকে  পাশ  করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মার্চ মাসের পর স্কুল বন্ধ হয়ে যায়।  আর কোন পড়াশোনা হয় নি।  তাই যখন স্কুল খুলবে তখন পুরানো সিলেবাস শেষ করে নতুন ক্লাসের পড়া আরম্ভ হবে। লকডাউনে কিছু স্কুল অনলাইন ক্লাস নিয়েছিল কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রী নানা সমস্যায় ক্লাস করতে পারেনি। এব্যাপারে পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তর গাইডলাইন  তৈরির কাজ করছে।