খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গোয়ার মাঠে একবেলা অনুশীল করে হোটেলে ফিরে যাচ্ছেন ইস্টবেঙ্গলের প্লেয়াররা । আর তখনি মাঠের বাইরে ব্যস্ততা বাড়ছে লিভারপুলের প্রাক্তনী ফাউলারের । তার কোনো বিশ্রাম নেই তিনি সহকারী কোচ এন্টোনি গ্রান্ট ,ক্রীড়া বিজ্ঞানী জ্যাক ইনমান এবং ভিডিও বিশেষজ্ঞ জোসেফ ওমসলির সঙ্গে বশে আলোচনা তে মগ্ন থাকছেন ।প্রথম দিন থেকেই ফুবলারদের সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে ,ফুটবলার দের কোথায় কি অসুবিধা তা তিনি বিষশ্লেষণ করছেন এবং উন্নতি করার চেষ্টা করছেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...