১৫ দিন ধরে রাসযাত্রা উৎসব চলবে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার  জন্য ২০০ বছরের পুরানো রাসমেলা এবার বন্ধ থাকবে। তবে ১৫ দিন ধরে রাসযাত্রা উৎসব চলবে। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ২৯ শে  নভেম্বর জেলাশাসক রাসচক্র ঘুরিয়ে রাসযাত্রার সূচনা করবেন। রাসচক্র  এই দিন থেকে ১৫ দিন মন্দিন প্রাঙ্গনে থাকবে। ভক্তদের স্বাস্থ্য বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। এক সঙ্গে না এসে  ধাপে ধাপে ভক্তরা মন্দিরে প্রবেশের সুযোগ পাবেন।