গতবার দু দলই দারুন খেলেছিল। কিন্তু সেমিফাইনালের পর ফাইনালে যেতে পারেনি। গতবার গোয়া খুব আক্রমণাত্মক খেলেছিল এবং সবচেয়ে বেশি গোল করেছিল। আবার বেঙ্গালুরু সবচেয়ে কম গোল খেয়েছিল। গোয়ায় এবার নতুন কোচ স্পেনের খুয়ান ফার্নান্দো। তবে অনেক বিদেশী দল ছেড়ে গেছেন। বেঙ্গালুরুর কোচ বদল হয় নি। দুদলের সাক্ষাতে বেঙ্গালুরু পাঁচবার জিতলেও গোয়া মাত্র একবার জিতেছে।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...