দেশের আমদানির মোট খরচের বেশির ভাগ যায় অশোধিত তেলে|একারণে কেন্দ্র সরকার বেশি করে জৈব জ্বালানি ব্যবহারের কথা ভাবছে। এজন্য আগামী দু- তিন বছরের মধ্যে অন্তত ৫০০০ টি কারখানা গড়ে তোলা হবে। এই জৈব জ্বালানির দাম কম এবং দূষণ মুক্ত।.তেলমন্ত্রী জানান জৈব গ্যাস তৈরী হবে বন ও শস্য উৎপাদনের সময় তৈরী হওয়া বর্জ্য থেকে। ফলে বর্জ্য পোড়ানো বন্ধ হবে এবং চাষিদের আয়
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...