খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল ফতোরডা স্টেডিয়ামে গোয়া এফসি এবং বেঙ্গালুরু এফসি মধ্যে খেলা ২-২ ফলাফলে শেষ হয় ।খেলাতে বেঙ্গালুরু এফসি একসময় ২-০ গোলে এগিয়ে ছিল ।খেলার ২৭ ও ৫৭ মিনিটে বেঙ্গালুরুর হয়ে গোল করেন কেন্টন সিলভা ও খুয়ানান ফার্নান্দেজ । কিন্তু গোয়া খেলা তে ঘুরে দাঁড়ায় ,৬৫ মিনিটের মাথায় আলবার্তোর পাশ থেকে ইগোর আঙ্গুলও ঠান্ডা মাথায় গোল পরিশোধ করেন ,তার ঠিক ৩ মিনিটের মাথায় জেসুরাজের সেন্টার থেকে ইগোর দ্বিতীয় গোলটি করেন এবং খেলার ম্যান ওফ দি ম্যাচ হন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...