গতবার সুব্রত পাল ছিলেন জামশেদপুর এফ সিতে। দলবদলে এবার তিনি হায়দরাবাদে ,যে দল সোমবার আই এস এলে প্রথম ম্যাচ খেলতে নামছে ওড়িশার বিরুদ্ধে। গতবার হায়দ্রাবাদ ১২ টি ম্যাচ হেরে ৩৯ গোল খেয়েছিল। ওড়িশার ব্রিটিশ কোচ ব্যাক্সটার বলেন প্রত্যেক দলেই ভাল ও নতুন খেলোয়াড় এসেছে। আবার নতুন করে লড়াই শুরু হবে। ওড়িশায় আছেন দুই ব্রাজিলীয় খেলোয়াড় -মরিসিও এবং মার্সেলিনহো। অন্যদিকে হায়দ্রাবাদে দুই তরুণ রোহিত দানু ও কোলাসো।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...