মোহনবাগান শিবিরে ডার্বি প্রস্তুতি শুরু হল। রবিবার সকালে কোচ হাবাস দেড় ঘন্টা অনুশীলন করান। কেরালার সঙ্গে খেলার পর রবিবারই প্রথম মোহনবাগান অনুশীলন করল। সুসাইরাজের চোটের জায়গায় ফোলা কমলেও ব্যাথা আছে। রবিবার তার এম আর আই করা হয়েছে। সোমবার রিপোর্ট হাতে আসবে। তার পরিবর্তে হাবাস তৈরী করছেন শুভাশিস বসুকে , যিনি আগে ডার্বি খেলেছেন। এদিকে ডার্বির জন্য মনোনিবেশ করছেন কৃষ্ণা ,গার্সিয়ারা।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...