ব্যান্ডেলের ছেলে অভিজিৎ সরকার অনুর্ধ-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন ।গত বছর ইস্টবেঙ্গলের
হয়ে আইলিগেও যোগদান করেছিলেন ।আজকে মঙ্গলবার সেই অভিষেক তার দল জামসেদপুরের হয়ে অভিযান শুরু করবেন । স্ট্রাইকার অভিজিৎ বলেন নতুন দলের হয়ে আরো একটা অধ্যায় শুরু করতে চলেছি ,কোচ যদি দলে রাখেন তাহলে মনের মত খেলা উপহার দেয়ার চেষ্টা করবো দল কে ১৭ সালের বিশ্বকাপের অভিজ্ঞতা মাথায় রেখে ।