আজ মঙ্গলবার আই এস এলে খেলতে নামছে চেন্নাই ও জামশেদপুর। চেন্নাইয়ে আছেন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপার বাংলার ছেলে অভিজিৎ সরকার। তিনি গতবার ইস্টবেঙ্গলের হয়ে আই লীগে খেলেছেন। গতবারের চেন্নাই কোচ আওয়েন কয়েল এবারে গেছেন জামশেদপুর এফ সিতে। সঙ্গে গতবারের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ভান্সকিস। আওয়েন বলেন চেন্নাই খুব ভাল দল ,তাই সাবধানে থাকতে হবে। অভিজিৎ বলেন কোচ খেলালে ভালো খেলার চেষ্টা করব।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...