ইস্টবেঙ্গলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা

এস সি  ইস্টবেঙ্গল  এই বছরের  জন্য ড্যানি  ফক্সকে  অধিনায়ক হিসাবে  নির্বাচিত করল। ডিফেন্ডার ফক্স দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আই এস এলের প্রথম থেকেই  অধিনায়কত্ব করবেন।  তিনি নটিংহাম ও উইগান  দলের ও অধিনায়ক ছিলেন। ফক্স বলেন তিনি এই দায়িত্ব  পেয়ে আনন্দিত এবং সর্বদা এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। যে বিশ্বাস ও আস্থা  তাঁর ওপর রাখা হয়েছে তা তিনি বিফলে যেতে দেবেন না।একই সঙ্গে এন্থনি পিলকিংটনের নাম ঘোষণা করা হলো ইস্টবেঙ্গলের সহ অধিনায়ক হিসাবে ।তিনিও বলেন এই দায়িত্ব পেয়ে তিনি খুব ই গর্বিত ।এর আগে তিনি উইগান অ্যাথলেটিক্স ,নরউইচ সিটি ,কার্ডিফ ফুটবল ক্লাবের মত ফুটবল ক্লাবের সাথে যুক্ত ছিলেন ।