আই এস এল খেলা শুরুর ঠিক আগে এস সি ইস্টবেঙ্গল আরো দুটি কো স্পনসর পেল। প্রথম ওয়েবসী রেস্টুরেন্ট এবং দ্বিতীয় বি কে টি টায়ার।ওয়েবসী একটি নামী জাপানি রেস্টুরেন্ট যা কলকাতার কসবায় অবস্থিত। অপরটি একটি নামী টায়ার কোম্পানি। এদের সংযুক্তিতে ইস্টবেঙ্গল আর্থিক ভাবে লাভবান হবে। এই দুই কোম্পানি ও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেছে। এখন ইস্টবেঙ্গলের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যই সকলের কাম্য।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...