হাবাস খুব কড়া কোচ। ডার্বির আগে দলকে কড়া অনুশীলনে ডুবিয়ে রেখেছেন।হাবাস গাছাড়া ভাব একদম পছন্দ করেন না। নিজের সমস্ত পরিকল্পনা গোপন রেখেছেন। ছিটকে যাওয়া মাইকেল সুসাইরাজের পরিবর্তে কে খেলবেন , কে অধিনায়ক হবেন কেউ জানেন না। ম্যাচের গুরুত্ব অনুযায়ী ডিফেন্স দুর্ভেদ্য করতে শুভাশিস বসুকে নামাতে পারেন। আবার জাতীয় দলের অভিজ্ঞতা বিবেচনা করে অধিনায়ক করা হতে পারে সন্দেশকে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...