খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে কেরল ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট উনিটেদের মধ্যে খেলা ২-২ ফলাফলে শেষ হলো । কেরল ব্লাস্টার্স কে প্রথম অর্ধে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার সিডো । ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান হুপার খেলার ৫১ এবং ৮৯ মিনিটে দুটি গোল করে নর্থ ইস্ট কে হারের হাত থেকে বাঁচান অপিয়া এবং সিল্লা ।উল্লেখ্য এপিয়া দ্বিতীয় অর্ধে নর্থইস্ট হয়ে একটি পেনাল্টি মিস করে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...