ময়নাগুড়ি ব্লকে রামসাই সহ বেশ কয়েকটি গ্রামে হাতির পাল হামলা চালায়। জঙ্গল থেকে বেরিয়ে জলঢাকা নদি পেরিয়ে একদল হাতি সারা রাত ধরে তান্ডব চালালে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন । এই তান্ডবে প্রায় ৩৫০ বিঘা জমির আলু নষ্ট হয়ে গেছে কয়েকদিন ধরেই সন্ধ্যার পর ছোট ছোট দলে হাতিরা নদী পেরিয়ে চলে আসছে এবং ক্ষতি করছে। তবে আজকের ক্ষতি সবচেয়ে বেশি। গ্রামবাসীরা রাত জেগে পাহারার ব্যবস্থা করছেন।