প্রাথমিক পরীক্ষায় পাশ করলো মাঝেরহাট সেতু এবার রেলের পরীক্ষায় পাশ করতে পারলেই রাজ্য সরকার উদ্বোধনের দিন ঠিক করবে। পূর্ত দপ্তর চিঠি পাঠিয়েছে রেলকে। রেল রিপোর্ট দেখে চূড়ান্ত ছাড়পত্র দেবে। এই সেতু প্রায় সাড়ে ছশো মিটার লম্বা। ভার বইতে পারবে প্রায় ৩৮৫ টন। সেতুর মাঝের অংশটি রেললাইনের ওপর। দৈর্ঘ্য ২২৭ মিটার। এই অংশের ভার ৮৪ টি কেবলের ওপর আছে। সেতুর আলো বসানোর কাজ শেষ। এক প্রস্থ রং ও হয়েছে। সেতুর কাজ আজ ঘুরে দেখেন পূর্ত মন্ত্রী।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...