নর্থ ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্সকে খেলা ২-২ গোলে ড্র হল।প্রথমে ৫ মিনিটের মাথায় ভিকুনার দল ১-০ গোলে এগিয়ে যায়। গোল করেন সিডো। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় কেরালা। হুপার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি। বিরতির পর খেলা শুরু হলে ৫১ মিনিটে আপ্পায়া একটি গোল শোধ করেন। তারপর নর্থ ইস্ট পেনাল্টি পেলেও আপ্পায়া বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। খেলার অন্তিম লগ্নে সিল্লা গোল শোধ করে নর্থ ইস্টকে ১ পয়েন্ট এনে দেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...