এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের কোচদের প্রতিক্রিয়া ম্যাচের পরে

গতকাল ডার্বি ম্যাচ জিতেও এটিকে মোহনবাগানের কোচ হাবাস উচ্ছসিত নন ।গতকাল চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন তিনি দলীয় সংহতিতে বিশ্বাস করেন এবং এই জয় দলীয় একতার জয় ।মনবীর সিংহ সম্মন্ধে তিনি বলেন ওর যে যোগ্যতা আছে তা আমরা সকলেই মাঠে দেখলাম ।ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার বলেন তার দল প্রথম ৪৫ মিনিট গতিশীল ফুটবল খেললেও পরে তা ধরে রাখতে পারেনি ,আমরা অনেক দেরি করে অনুশীলন শুরু করেছি তবে এটা কোনো অজুহাত নয় ,সময়ের সাথে এই দল
দারুন ভাবে তৈরি হয়ে যাবে ।