বেঙ্গালুরু জিততে পারল না

এই এস এলের দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু জিততে পারল  না। হায়দরাবাদ তাদের আটকে দিল। সুনীল ছেত্রী এ ম্যাচেও গোল করতে পারেননি। হায়দরাবাদের ডিফেন্স খুব ভাল খেলেছে। গুরপ্রীত ২৪ মিনিটে সান্তানার  একটি  শট শরীর ছুঁড়ে দিয়ে বাঁচান। গোটা ম্যাচে বেঙ্গালুরু একটাও শট গোল লক্ষ্য করে মারতে পারেনি। ২ ম্যাচ খেলে বেঙ্গালুরুর ২ আর হায়দরাবাদের ৪ পয়েন্ট  হয়েছে।